সাতক্ষীরা প্রতিনিধি : র্যালি শিশু সমাবেশ কেককাটা আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও জেলা মহিলা লীগ পৃথক কর্মসূচি হাতে নেয়। এসব অনুষ্ঠানে অংশ নেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগ সভাপতি মুনসুর আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মশিয়ার রহমান মশু প্রমুখ।
শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আবদুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবন আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে আলোচনা সভা, শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা আ.লীগের উদ্যোগে রেড ক্রিসেন্ট অফিসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পূর্ববর্তী পোস্ট