মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সরবরাহযোগ্য বালাই মুক্ত নিরাপদ আম উৎপাদন ও বিপণন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সলিডারিডাড, উত্তরণ, ইসলাম এন্টারপ্রাইজ ওবিএফডিএপিয়িএ এর আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা উদ্ভিদ সংগনিরোধ উইং পরিচালক সৌমেন সাহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক নিত্য রঞ্জন বিশ্বাস, সলিডারিডাড কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, উপ-পরিচালক রপ্তাণী আনোয়ার হোসেন খান ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার মো. আমজাদ হোসেন, আম চাষি সাইফুল হাসান খোকন মুজিবুল হক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা উপ-পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আশাশুনি উপজেলা কৃষি অফিসার শামিউর রহমান।
পূর্ববর্তী পোস্ট