স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শনিবার দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান ও সানজামুল ইসলামকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন টাইগার এই অধিনায়ক।
কলম্বোতে চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। ওয়ানডে দলে ডাক পাওয়া ১৬ সদস্যের মধ্যে ১২ জনই আছেন টেস্ট স্কোয়াডে। তাই বাকি চার জন- মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান ও সানজামুল ইসলাম স্কোয়াডে যোগ দিতে আজ ঢাকা ছাড়েন।
চলতি মাসের ২৫ তারিখে ডাম্বুলায় শুরু হবে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের রঙিন পোশাকের লড়াই। ডাম্বুলাতেই সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে ২৮ মার্চ। ১ এপ্রিল সিরিজের শেষ ওয়ানডে কলম্বোর এসএসসিতে।
১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান রুম্মন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশীস রায়, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী ও নুরুল হাসান সোহান।