কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার নেহালপুর গ্রামে কাদার বিলের ভেড়ী বাঁধ কেটে জলাবদ্ধতার সৃষ্টির পায়তারা ও ঘেরের মাছ লুট করার ষড়যন্ত্রের প্রতিবাদে শনিবার বিকালে ওই বিলের জমির মালিকরা বিক্ষোভ সমাবেশ করেছে। জমির মালিক সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নে নেহালপুর গ্রামের কাদার বিল এক সময় জলাবদ্ধতা ছিল। জলাবদ্ধতার কারণে বিলটিতে কোন ফসল না হওয়ায় ঐ বিলের জমির মালিকরা মানবেতর জীবন-যাপন করত। ২০০৬ সালে ঘের ব্যাবসায়ী ডি.এম ময়না, নজরুল ইসলাম ও আসাদ প্রায় ২৫ লাখ টাকা ব্যায়ে ঐ বিলের চারপাশ দিয়ে ভেড়িবাঁধ নির্মাণ করে সেচের মাধ্যমে বিল থেকে পানি অপসারণ করে মাছ চাষের পাশাপাশি ধান চাষের উদ্যোগ গ্রহণ করে। যার ফলে কাদার বিলের ১ হাজার ৩ শত বিঘা জমিতে ধানের বাম্পার ফলন হয়। তখন থেকে কাদার বিলের জমির মালিক ও কৃষকদের মুখে হাসি ফোটে। কাদার বিল থেকে সেচের মাধ্যমে পানি অপসারণ করে ধান চাঁষ করে দেওয়ার শর্তে হারি ছাড়াই ঘের ব্যায়সায়ীরা মাছ চাষ করে। তবে ২০১৫ সাল থেকে বিঘা প্রতি ৫ হাজার টাকা এবং ক্যানালের জমি বিঘাপ্রতি ২০ হাজার টাকা করে হারি প্রদানের শর্তে ২০২১ সাল পর্যন্ত মেয়াদে ডিট করে ঘের ব্যাবসায়ী ডি.এম ময়না, নজরুল ইসলাম ও আসাদ পৃথক ভাবে কাদার বিলে সেচের মাধ্যমে বিল থেকে পানি অপসারণ করে ধান চাঁষ করা ব্যবস্থা করার শর্তে মাছ চাষ করছেন। চলতি মৌসুমে বিলটিতে ধানের অবস্থা অত্যান্ত ভালো এবং ব্যাপক ধান উৎপন্নের সম্ভাবনা রয়েছে। কিন্তু নেহালপুর গ্রামের মৃত তরফ দফাদারে ছেলে মোহাম্মদ আলী দফাদার, ওমর দফাদারের ছেলে রাশেদ দফাদার, শওকত দফাদারের ছেলে হাফিজুর দফাদার, জোহর দফাদারে ছেলে হোসেন দফাদার ও মিয়াজার দফাদারের ছেলে শোকর দফাদার কাদার বিল নিয়ে ২০০৬ সাল থেকে অদ্যবধি নানামুখি ষড়যন্ত্র করে আসছে। তাদের বিরুদ্ধে বিলের ভেড়ী বাঁধ কেটে জলাবদ্ধতার সৃষ্টির পায়তারা ও ঘেরের মাছ লুট করার চেষ্টারও অভিযোগ-সহ ঘের ব্যাবসায়ীদের নিকট মোটা অংকের টাকা চাওয়ারও অভিযোগ রয়েছে। বিলটিতে যাতে আবারও জলাবদ্ধতা হয় সে জন্য তারা ঐ এলাকার বিপদের বন্ধু ঘের ব্যাবসায়ী ডি.এম ময়না, নজরুল ইসলাম ও আসাদকে বিতাড়িত করার পায়তারা করছে। তাদের বিরুদ্ধে আবারও বিলের ভেড়ী বাঁধ কেটে জলাবদ্ধতার সৃষ্টির পায়তারা ও ঘেরের মাছ লুট করার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদে শনিবার বিকালে কাদার বিলপাড়ে জমির মালিকরা বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে জমির মালিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নেহালপুর গ্রামের আরশাদ আলী দফাদার, আবুল হোসেন, হাফিজুর দফাদার, জনাব আলী, মাষ্টার আজিজুল হক, সামাদ শেখ, বারিক শেখ, আব্দুর রাজ্জাক মোড়ল, রহিম দফাদার, লুৎফর দফাদার, আব্দুর রশিদ শেখ, জব্বার আলী শেখ, এসমাইল শেখ, মাষ্টার এস এম আবু তাহের, মফিজুল ইসলাম, শাহাবুদ্দিন দফাদার প্রমুখ। সমাবেশে বক্তরা জমির মালিকদের একত্রিত হয়ে কাদার বিলের সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
পূর্ববর্তী পোস্ট