
কেশবপুর প্রতিনিধি : কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে রবিবার সকালে ইউনিয়ন অধিকার সুরক্ষা দলের এক সমন্বয় সভা পরিত্রাণের প্রদীপ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত হয়। তাপস দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান গৌতম রায়, ইউপি সচিব হুমায়ুন কবির, ইউপি সদস্য কামরুজ্জামান কামাল, নিমাই চন্দ্র দাস, সিরাজুল ইসলাম, মৃণাল কান্তি দাস, আব্দুর রহিম, কামাল হোসেন, ওলিয়ার রহমান, রেহেনা খাতুন, দলিত পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাস, সুরক্ষা দলের সদস্য দুলাল দাস, পরিত্রাণের এ্যাডভোকেসি অর্গানাইজার রতিকান্ত মুন্ডা, কাজল মজুমদার প্রমুখ।

