বিশ্বখ্যাত ফোবস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির স্থান আবারো পেয়েছেন মাইক্রোসফটের বিল গেটস।
চলতি বছর বিশ্বে বিলিয়ন ডলারের মালিকের সংখ্যা ১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০৪৩জনে দাঁড়িয়েছে।
ফোবস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী বিল গেটসের সম্পত্তি বৃদ্ধি পেয়ে বর্তমানে দাঁড়িয়েছে ৮৬ বিলিয়ন ডলার যেটি আগের বছর ছিল ৭৫ বিলিয়ন ডলার।
বিল গেটসের পরের স্থানেই আছেন ওয়ারেন বাফেট। তার সম্পত্তির পরিমাণ এখন ৭৫.৬ বিলিয়ন ডলার।
এ তালিকায় তৃতীয় অবস্থানে আছেন আমাজান’র প্রতিষ্ঠাতা জেফ বিযোস । তার সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। চলতি বছরে তার সম্পত্তির পরিমাণ বেড়েছে ২৭.৬ বিলিয়ন ডলার। অর্থাৎ বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ৭২.৮ বিলিয়ন ডলার।
ফোবস ম্যাগাজিন বলছে, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বর্তমানে বিশ্বের পাঁচ নম্বর ধনী ব্যক্তি।
ফোবসের তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ দশ ধনী
বিল গেটস ( মাইক্রোসফট প্রতিষ্ঠাতা) : ৮৬ বিলিয়ন ডলার
ওয়ারেন বাফেট ( মার্কিন বিনিয়োগকারী ) : ৭৫.৬ বিলিয়ন ডলার
জেফ বিযোস ( আমাজানের প্রতিষ্ঠাতা) : ৭২.৮ বিলিয়ন ডলার
অ্যামানিকো ওরতেগা ( ইনডেক্স’র প্রতিষ্ঠাতা): ৭১.৩ বিলিয়ন ডলার
মার্ক জাকারবার্গ (ফেসবুক প্রতিষ্ঠাতা) : ৫৬ বিলিয়ন ডলার
কার্লোস স্লিম ( মেক্সিকোর ধনকুবের): ৫৪.৫ বিলিয়ন ডলার
ল্যারি এলিসন ( ওরাকল’র সহ-প্রতিষ্ঠাতা) : ৫২.২ বিলিয়ন ডলার
চার্লস কোচ ( মার্কিন ব্যবসায়ী) : ৪৮.৩ বিলিয়ন ডলার
ডেভিড কোচ (মার্কিন ব্যবসায়ী ): ৪৮.৩ বিলিয়ন ডলার
মাইকেল ব্লুমবার্গ ( ব্লুমবার্গ’র প্রতিষ্ঠাতা) : ৪৭.৫ বিলিয়ন ডলার
তবে ভালো খবর নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। ফোবসের তালিকা অনুযায়ী মি: ট্রাম্প ছিলেন বিশ্বের ২২০তম ধনী ব্যক্তি। কিন্তু চলতি বছর তার সে স্থান নেমে এসেছে ৫৪৪তম অবস্থানে। ট্রাম্পের সম্পত্তির পরিমাণ ৩.৫ বিলিয়ন ডলার।
ফোবস ম্যাগাজিন বলছে, ট্রাম্পের সম্পত্তির পরিমাণ এক বিলিয়ন ডলার কমে গেছে কারণ আমেরিকায় আবাসন ব্যবসা ভালো যাচ্ছে না।
বিশ্বজুড়ে বিলিয়ন ডলার মালিকদের মধ্যে সবচেয়ে বেশি বসবাস করছে আমেরিকায়। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন এবং তৃতীয় অবস্থানে আছে জার্মানি।
ফোবস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী বিল গেটস গত ২৩ বছরের মধ্যে ১৮ বার বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তির তালিকায় ছিলেন।