আসাদুজ্জামান: সাতক্ষীরায় ডেঙ্গুর প্রভাব এখনো কমেনি। প্রতিদিনই এডিস মশার কামড়ে নতুন নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় আরো ১৯ ডেঙ্গু রোগীর সন্ধান মিলেছে।
সিভিল সার্জন অফিসের তথ্য মতে, সাতক্ষীরায় আজ পর্যন্ত মোট ৬১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি রয়েছে ৪৪ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ৪২৬ জন এবং উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে আরো ১৪০ জনকে। এদিকে, বাড়ি বাড়ি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েও এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ¦ংসে করা সম্ভব হচ্ছে না। উদ্যোক্তার পাশাপাশি সাধারন মানুষের অসচেনতা ও উদাসিনতাকেই দায়ী করছেন সাতক্ষীরার সুশীল সমাজ।
পূর্ববর্তী পোস্ট