নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখার উদ্যোগে শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান ও জরুরী চিকিৎসা ভাতা প্রদান করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘জাতিকে আলোকিত ও সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে হবে। শিক্ষা বৃত্তি ও এককালীন অনুদান এবং চিকিৎসা ভাতাসহ নতুন প্রজন্মের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে। আগামী দিনে অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির মাধ্যমে সমিতির সদস্য এবং তাদের ছেলে মেয়েদের কল্যাণে ভূমিকা রাখার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক। এছাড়া আরো বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা জিয়াউদ্দীন আহমেদ, সাধারন সম্পাদক গোলাম রব্বানী, সহ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ, মোজাম্মেল হক, মোহাম্মাদ আলী ছিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি বাবদ ৮৭হাজার টাকা,এককালীন অনুদান বাবদ ৩৬ হাজার টাকা এবং জরুরি চিকিৎসা ভাতা হিসেবে ২৭ হাজার ৭শ টাকা প্রদান করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।