কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা ৩ অক্টোবর শুরু হতে যাচ্ছে। কলারোয়া উপজেলায় শারদীয় উৎসবের আয়োজনে ব্যস্ত সময় পার করছে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। এ বছর উপজেলায় ৪৩টি সার্বজনীন দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। আগামী ৩ অক্টোবর পূণ্য মহালায়ার মধ্য দিয়ে মর্ত্যধামে দেবীপক্ষের শুরু হবে। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন’ ঢাক ও কাসির বাজনা ছাড়াও মায়েদের কপাল সিন্দুরে রাঙানোর মধ্য দিয়ে ৯ অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপুজা। উপজেলার মন্দির ঘুরে দেখা গেছে-শিল্পীরা মাটির কাজ শেষে প্রতিমা রং করার পরে তারা পূজা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মনোরঞ্জন সাহা জানান-উপজেলায় ৪৩টি মন্ডপে সারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সিদ্ধেশ্বর চক্রবর্তী জানান-এবার কয়েকটি মন্ডপে অতিরিক্ত আকর্ষণ থাকায় দর্শনার্থীদের উপচে পড়া ভীড় থাকবে। দর্শনার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে প্রতিমা দর্শণ করতে পারে সেজন্য স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ প্রশাসনও কঠোর অবস্থানে থাকবেন। যাথাযোগ্য উৎসাহ ও উদ্দীপনা ও আড়ম্বরের সঙ্গে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আর এ পূজাকে ঘিরে যাতে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হতে পারে সেজন্য তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট