রাজনীতির খবর: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলে দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার পর রুম থেকে নিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে।
সোমবার (৭ অক্টোবর) সকালে আবরার ফাহাদকে হত্যার সময়ের সিসি ক্যামেরার ফুটেজ গায়েব করে দেওয়ার অভিযোগ করেন বুয়েট শিক্ষার্থীরা। এর আগে রোববার রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, রাত ২টা ৬ মিনিটের পর আর কোনো ফুটেজ পাওয়া যাচ্ছে না। ওই ফুটেজ পেলে হত্যার বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এরপর রাতে পুলিশ ও হল প্রশাসন সেই ফুটেজ গণমাধ্যমকে দেয়। তাতে দেখা যায় নিথর ফাহাদকে ৪ জন মিলে কোলে করে হলের বারান্দা দিয়ে নিয়ে যাচ্ছে। ভিডিওতে ৪ জনের পেছনে আরও কয়েকজনকে দেখা গেছে।