রাজনীতির খবর: ভারতের সঙ্গে চুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, ফেসবুকে সরকার প্রধানের বিরুদ্ধে স্ট্যাটাস, ভারতের চুক্তি নিয়ে নেতিবাচক মন্তব্যসহ রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদান এবং তা পত্রিকায় প্রকাশিত হওয়ায় ডা. শেখ বাহারুল আলমকে দল থেকে এই সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে কেনো স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হবে না, তা আগামী সাত দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।
গত ৬ অক্টোবর ফেসবুকে ভারতের সঙ্গে বাংলাদেশের কী চুক্তি হয়েছে তা জানার অধিকার এদেশের জনগণের রয়েছে বলে একটি স্ট্যাটাস দেন ডা. শেখ বাহারুল আলম। যা বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেয়।