নিজস্ব প্রতিবেদক: ‘ক্লীন সাতক্ষীরা গ্রীন’ সাতক্ষীরা বাস্তবায়নের লক্ষে সদর উপজেলার আগরদাড়ীতে ভূমি সেবা বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৪ অক্টোবর আগরদাড়ী ভূমি অফিস চত্ত্বরে সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার আসাদুজ্জামানের সভাপতিত্বে গণশুনানীতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
গণশুনানির প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ দুর্নীতিমুক্ত করতে সারাদেশে দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন। সাতক্ষীরা জেলা দুর্নীতিমুক্ত করা হবে। তিনি আরো বলেন, দুর্নীতির সাথে যারা সম্পৃক্ত আছেন, এখনো সময় আছে আপনারা দুর্নীতি পরিহার করুন। দুর্নীতির পথ থেকে সরে আসুন। তিনি বলেন, ভূমি সেবা হয়রানি কমাতে ও দুর্নীতিমুক্ত করতে প্রত্যেক ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবা বিষয়ক গণশুনানী হবে। জেলা প্রশাসন থেকে ইউনিয়ন ভূমি অফিস পর্যন্ত দুর্নীতিমুক্ত ঘোষণা করা হয়েছে। আপনারাও সহযোগিতা করুন। কেউ অবৈধ সুবিধা চাইবেন না, সুযোগ নেবেন না।
তিনি বলেন, এখন থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের মতো ইউনিয়ন ভূমি অফিসেও গণশুনানি চলবে। কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেই তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
ক্লীন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরা বাস্তবায়নের লক্ষে সব সড়কের দু’ধারে ও হাট বাজারে এবং যেসব খালের ধারে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সেই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের সামনে, প্রাণসায়ে খাল পাড়ে ও হাট বাজারে ময়লা আর্বজনা পরিবেশ দূষণমুক্ত করা হবে। তিনি বলেন, আবাদেরহাটে এর বাজারের’ সকল অবৈধ স্থপনা উচ্ছেদ করার নির্দেশ দিয়ে বলেন, হাট বাজার’ হবে সবজি বাজার। মানুষ এখানে এসে তাদের পণ্য বিক্রি করার জন্য বসবে, বিক্রি করবে। স্থায়ীভাবে কোন কিছু করা যাবে না। যে যতই প্রভাবশালী হোক না কেন আবাদেরহাটে চাননী ও রাস্তার দু’ধারে সরকারি জায়গা দখলমুক্ত করা হবে।
এদিকে গণশুনানীতে সাধারণ মানুষের অভিযোগের ভিক্তিতে জেলা প্রশাসক মোস্তফা কামাল আবাদেরহাটের পরিদর্শন করেন এবং সদর উপজেলা ভূমি কমিশনারকে আবাদেরহাটের ভিতরে চাননী ও রাস্তার দু’ধারে সরকারি জায়গায় অবৈধভাবে দখল স্থাপনা উচ্ছেদ করার নির্দেশ দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ভূমি সার্ভেয়ার শফিকুল ইসলাম, আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি, শিবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা গোপাল চন্দ্র ঘোষাল, এড. শ্যামল ঘোষাল, ইউপি সদস্য সামছুর রহমান, এরশাদ আলি, আব্দুল গফুর, আওয়ামী লীগ নেতা নব কুমার মন্ডল, আজিজুর রহমান বুলবুলসহ এলাকার জনসাধারণ।