নিজস্ব প্রতিবেদক : শ্রীরামপুর ইউনাইটেড মডেল কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও এইচ.এস.সি ২০১৭ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর ইউনাইটেড মডেল কলেজ প্রাঙ্গণে ইউনাইটেড মডেল কলেজ ও পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আফসার আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, ‘শিক্ষার পাশা পাশি খেলা-ধূলার গুরুত্ব অপরিসীম। নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। লেখা-পড়া করে মানুষের মত মানুষ হয়ে সুনাগরিক হতে হবে’। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শ্রীরামপুর ইউনাইটেড মডেল কলেজের অধ্যক্ষ নাজমুস সাহাদাৎ আজাদী, জেলা শ্রমিকলীগ নেতা শেখ তহিদুর রহমান ডাবলু, ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আসাদুর রহমান, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছালেক, শিক্ষক এ.কে আজাদ কানন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক আবু বক্কর সিদ্দিক ও ফারুক হোসেন।