অনলাইন ডেস্ক : সিলেটে বোমা বিস্ফোরণে আহত র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদের মৃত্যু হয়েছে।
র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা আজাদকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, র্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ শনিবার সন্ধ্যায় সিলেটের শিববাড়ির পাঠানপাড়ায় বোমা বিস্ফোরণে আহত হন। তাকে প্রথমে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। রাতে তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। রবিবার রাত ৮টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়।
সিঙ্গাপুর থেকে তাকে বুধবার ফিরিয়ে আনা হয়। এরপর পর আবুল কালাম আজাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে রাখা হয়েছিল।