স্পোর্টস ডেস্ক: এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইমার্জিং কাপ স্বপ্ন দেখাচ্ছিল আরেকটি ভারত-পাকিস্তান দ্বৈরথের। সেই গুঁড়ে বালি। ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলকে যে সেমিফাইনালেই উঠতে দিল না আফগানিস্তান ইমার্জিং টিম! টুর্নামেন্টের হট ফেবারিট ভারতকে টুর্নামেন্ট থেকে বিদায় করে আফগানরাই উঠে গেল সেমিফাইনালে।
গ্রুপপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতে সেমিফাইনালে উঠার পথে অনেকটাই এগিয়ে ছিল ভারত অনূর্ধ্ব-২৩ দল। কিন্তু বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে ভারতকে ২ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে আফগানিস্তান ইমার্জিং টিম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ভারত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪২ রান। জবাবে আফগানিস্তান আট উইকেট হারালেও ২১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। ভারতের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করে অপরাজিত থাকেন জি এইচ বিহারি। আর আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন ইউনুস আহমেদজাই। ৫০ রান করেন সামিউল্লাহ শেনওয়ারি।