বিদেশের খবর: প্রায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার গতির বাতাস নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বুলবুল। এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে একজন নিহত হবার খবর পাওয়া গেছে। অন্যদিকে, বুলবুলের অগ্রবর্তী ভাগ খুলনার উপকূলে পৌঁছেছে।
শনিবার (৯ নভেম্বর) রাত আটটা পঁচিশ মিনিটে এই রিপোর্ট লেখা পর্যন্ত বুলবুল প্রতি ঘণ্টায় সামনের দিকে এগোচ্ছে প্রতি ঘণ্টায় ১৩ কিলোমিটার গতিতে। তবে ঝড়ের বৃত্তের মধ্যে বাতাস পাক খাচ্ছে ১১০ থেকে ১৩০ কিলোমিটার গতিতে।