এম, বেলাল হোসাইন : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতিপেদে এড. শাহ আলম ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. শেখ আব্দুর সাত্তার ১৮৮ ভোট পেয়েছেন। সভাপতি পদে অপর দুই প্রার্থী এড. খোদা বক্স ৭ ভোট এড. ইয়ারুল হক ২ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে এড. ওসমান গণি ২৭৭ ভোটে পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. মোস্তফা কামাল পেয়েছেন ১২২ ভোট।
(বিস্তারিত পরে আসছে)
এর আগে আজ শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে অনুষ্ঠিত হয়েছে। এবারের ভোটে মোট ভোটার সংখ্যা ছিল ৪৭১। মোট ভোট প্রদান করেছেন ৪৩৯ জন ভোটার। ১১টি পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন হয়। প্রধান নির্বাচন কমিশনার সাবেক সভাপতি এ্যাডঃ আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। সহকারী নির্বাচন কমিশনার এ্যাডঃ তারক কুমার মিত্র, এ্যাডঃ আনিসুর কাদির ময়না, এ্যাডঃ জহুরুল হক, এ্যাডঃ কামরুন্নাহার ছবি। ইতিমধ্যে মহিলা সম্পাদিকা পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন এ্যাডঃ নাদিরা পারভিন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক সভাপতি এ্যাডঃ এম, শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ আব্দুস ছাত্তার, এ্যাডঃ খোদাবক্স, এ্যাডঃ ইয়ারুল হক। সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন সাবেক সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি এ্যাডঃ ওসমান গনি, এ্যাডঃ মোস্তফা কামাল উদ্দিন, এ্যাডঃ এস,এম, আব্দুল বারী(২)। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন প্রতি বছরের ন্যায় খুবই জাকজমকপূর্নভাবে প্রশাসনের সার্বিক সহযোগীতায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার সুযোগ্য জেলা ও দায়রা জজ জোয়ার্দ্দার মোঃ আমিরুল ইসলাম এর নেতৃত্বে জজশীপ ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেসির বিচারকবৃন্দ সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন পর্যাবেক্ষণে যান।
পূর্ববর্তী পোস্ট