বিদেশের খবর: বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে ব্রিটেনের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গ্রহণের পর ঘোষণা করা হচ্ছে ফলাফল। আর সে অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় যাচ্ছে বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি।
এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ৪৫০টি আসনের ফলাফল। এর মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পেয়েছে ২৩৪টি, লেবার পার্টি ১৫৬টি, স্কটিশ ন্যাশনাল পার্টি পেয়েছে ৩৭টি আসন এবং লিবারেল ডেমোক্রেটরা পেয়েছে ৭টি আসন।
এদিকে বুথ ফেরত ফলে দেখা যায়, উত্তর ইংল্যান্ড, মিডল্যান্ড এবং ওয়েলসে সর্বাধিক আসন হারায় লেবার পার্টি। ২০১৬ সালের গণভোটের সময় এ অঞ্চলগুলো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার মতামত দিয়েছিল।
উল্লেখ্য, মোট ৬৫০টি আসনের ভোটের উপর ভিত্তি করে অনুষ্ঠিত এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল দেশটির সরকার গঠন করে। সে হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে প্রয়োজন ৩২৬টি আসন। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও অন্য দলের সমর্থন নিয়ে পার্লামেন্ট গঠিত হতে পারে।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। যাদের মধ্যে ৭ জনই নারী। বিরোধী লেবার পার্টি থেকে লড়েছেন সর্বোচ্চ ৭ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। লিবারেল ডেমোক্র্যাট ও কনজারভেটিভ পার্টি থেকে এক জন করে এই নির্বাচনে অংশ নিয়েছেন।