অনলাইন ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর বাজার মটর শ্রমিক ক্লাবের জুয়ার আসরে পুলিশ অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করেছে। আটক জুয়াড়িদের কাছ থেকে পুলিশ ২২০০ টাকা, তাসসহ জুয়া খেলার সামগ্রী উদ্ধার করেছে।
আটককৃতরা হলেন সদর উপজেলার ওমরা পাড়ার মৃত নুরআলী গাজীর ছেলে আলম কারীগর(৩০), বড় খামার গ্রামের হামিদুল্লাহর ছেলে মিন্টু হোসেন, নুর আহস্মেদ কারিগরের ছেলে সাজু হোসেন, ওমরা পাড়ার বাবলু সরদারের ছেলে জুয়েল রানা (৭ পিস ইয়াবা সহ), কালেরডাঙ্গা গ্রামের মৃত হায়দার আলীর ছেলে মাহমুদুল হাসান, জাহানাবাজ গ্রামের মকবুলের ছেলে সফিকুল ইসলাম, বালিথা বদ্দিবাড়ি মৃত মোহর বদ্দির ছেলে শাহাজান বদ্দি, বড় খামারের মোরশেদ সরদারের ছেলে আলমগীর হোসেন, চালার ডাঙ্গার সাত্তার মালির ছেলে আবু বকর সিদ্দিকী, ওমরা পাড়ার মৃত ইব্রাহিম মোড়লের ছেলে বকুল মোড়ল।
সাতক্ষীরা থানা পুলিশের সুত্র জানায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ ইলতুৎমিশ এর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিনের তত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে ব্রক্ষ্মরাজপুর ফাড়ির আইসি মো. হাসানুজ্জামান, এএসআই শিল্লুর রহমান, কনস্টেবল আনোয়ার হোসেন, কনস্টেবল লেলিনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে ব্রক্ষ্মরাজপুর বাজার মটর শ্রমিক ক্লাবের জুয়ার আসরে অভিযান চালায়ে তাদের আটক করে। এসময় ক্লাবে তল্লাশি করে নগত ২২০০ টাকা, তাস ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করে পুলিশ।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান জানান, জুয়া খেলার অপরাধে নগদ টাকা, কয়েক সেট তাস ও জুয়া খেলার সামগ্রীসহ ব্রক্ষ্মরাজপুর বাজার মটর শ্রমিক ক্লাব থেকে দশ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃতদের নামে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।