দেশের খবর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে ভিপি নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার রাজধানীর শেরে বাংলা বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
গত রবিবার দুপুরে ডাকসু ভবনে ওই হামলার ঘটনায় ৩০ জনের মতো আহত হন। এখনো ভিপি নুরসহ বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি এবং ভিপি নুর আরেকটি মামলা করেছেন। গ্রেপ্তার তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডাকসুতে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ খুঁজে বের করে তা দেখে দোষীদের খোঁজা হবে। হামলাকারী কেউ পার পাবে না। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’