প্রেস বিজ্ঞপ্তি : বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মুক্তিযোদ্ধা গুণিজন দেশবরণ্য ব্যাক্তিত্ব বিভিন্ন পেশার অবদান রাখায় ২২জনকে বঙ্গবন্ধু বিজয় পদক-২০১৯ প্রদান করে সম্মানিত করা হয়েছে।
মহান মুক্তিযুদ্ধের সময়ে তৎকালীন সাতক্ষীরা মহাকুমা মুজিব বাহিনীর প্রধান সম্মুখযুদ্ধে নেতৃত্বদানকারী আধুনিক সাতক্ষীরা গড়ার রূপকার জেলার কৃতি সন্তান সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আলহাজ্ব শেখ মুজিবুর রহমান কে মহান মুক্তিযুদ্ধে অবদান রাখায় বঙ্গবন্ধু বিজয় পদকে সন্মানিত করা হয়েছে।
অনুরূপভাবে দেশব্যাপি সাংগঠনিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট সংগঠক বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাতক্ষীরার সন্তান এডভোকেট আল মাহমুদ পলাশ কে বঙ্গবন্ধু বিজয় পদক প্রদান করা হয়।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ২৮ ডিসেম্বর -২০১৯ শনিবার বিকাল ৩টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এর ভিআইপি মিলনায়তনে তোফখানা রোডে ” বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক” আলোচনা সভা এবং বঙ্গবন্ধু বিজয় পদক -২০১৯ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি মোঃ জহির উদ্দীন মবু’র সভাপতিত্বে ও কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪দলের কেন্দ্রীয়নেতা সাবেক শিল্পমন্ত্রী সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল আসাদুল হক, ভারতের বিশিষ্ট আবৃতিকার ও শিল্পি দোলন চাঁপা সরকার, সম্মিলিত আওয়ামী সমর্থক জোট এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর আজাদ।
বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক ডা. হেদায়েতুল ইসলাম বাদল, নার্সিং সুপারেনটেন্ড তেরেসা বাড়ৈ ,শুদ্ধ কৃষি ঢাকার চেয়ারম্যান কাকলি খান,বাংলাদেশ ভার্মি কম্পোস্ট এসোসিয়েশন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ বদরুল হায়দার বেপারী, বিশিষ্ট কবি ও সাহিত্যিক শাহনাজ পারভীন। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দ জালাল উদ্দীন আহমেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক জামাল উদ্দীন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ও কৃষিবিদ ইসরাতুল ইসলাম কিরণ প্রমুখ। অনুষ্ঠানে ২২ জন কে বঙ্গবন্ধু বিজয় পদক প্রদানের মাধ্যমে সন্মননা প্রদান করা হয়।
পূর্ববর্তী পোস্ট