‘শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানে ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ প্রতিপাদ্যে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রবিবার অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী, পিঠা ও নাট্য উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহানের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. আবু জায়েদ বিন গফুর, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সহকারি শিক্ষা অফিসার আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা গনেশ চন্দ্র মন্ডল, স ম জালাল উদ্দিন, ইউপি সদস্য রেজাউল করিম মঙ্গল, মাছখোলা হাইস্কুলের প্রধান শিক্ষক শাহাজান আলী প্রমুখ। সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু। পিঠা উৎসবে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শ্রেণির শিক্ষার্থীরা পৃথক পিঠা স্টল দেয়। এতে অন্তত ৬৬ প্রকার পিঠা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক দেবব্রত ঘোষ রচিত ও পরিচালিত ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা নাটক মঞ্চস্থ করা হয়। এতে অভিনয় করে স্কুলের ছাত্রীরা। এসময় দর্শকদের উপস্থিতিতে মাঠ কানায় কানায় ভরে যায়। জেলা প্রশাসক এসময় ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বাস্তবায়নে সকলের অংশগ্রহণ করার আহ্বান জানান। শিক্ষার্থীদের উচ্চ লক্ষ্য নিয়ে এগিয়ে আহ্বান জানিয়ে বলেন, মেয়েদের বখাটেরা ইভটিজিং করলে রেহাই নেই। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। বিদ্বান ব্যক্তি দুর্জন হলে সমাজের ক্ষতি হয়। প্রেসবিজ্ঞপ্তি