অনলাইন ডেস্ক : ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ইরানে বিধ্বস্ত হয়েছে। বোয়িং-সেভেন থ্রি সেভেন বিমানটিতে ক্রুসহ মোট ১৮০ জন যাত্রী ছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এখবর দিয়েছে বিবিসি।
ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি ইরানের রাজধানী তেহরানের ইমাম খামেনী বিমানবন্দর থেকে টেক অফ করার কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস এই তথ্য জানিয়েছে।
জানা গেছে, তেহরান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে যাত্রা করেছিল বিমানটি। তবে এটি বিধ্বস্তের কারণ জানা যায়নি। এর সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কোনো সম্পর্ক রয়েছে কি না তাও জানা যায়নি।
বিমানটিতে থাকা যাত্রীদের সকলেই নিহত হয়েছেন বলে আশঙ্কা করছেন ইরানের জরুরি সেবা সংস্থার কর্মকর্তারা। কর্তৃপক্ষ হতাহতের সঠিক সংখ্যা জানতে এবং তাদের উদ্ধারে কাজ করছেন।