নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকার কমিশন সাতক্ষীরার সভাপতি এড. ওসমান গনির সভাপতিত্বে উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন মানবাধিকার কমিশন সদর দপ্তরের গভর্ণর সাইমুম রেজা পিয়াস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন সদর দপ্তরের গভর্ণর শেখ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মানবাধিকার কমিশন খুলনা বিভাগের বিভাগীয় সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম ইদুজ্জামান ইদ্রিস, এড. ইউনুস আলী, জেলা পরিষদ সদস্য আমজাদ হোসেন, এড. ফাহিমুল হক, জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী মারুফ প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফেজ শেখ কামরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার কমিশন সাতক্ষীরার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মেনন। উল্লেখ এবছর শ্রেষ্ঠ মানবাধিকার কর্মী নির্বাচিত হয়েছেন জেলা পরিষদ সদস্য আমজাদ হোসেন।