বিদেশের খবর: ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে রকেট হামলা হয়েছে।
তাজি নামের এই ঘাঁটিতে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক বাহিনীর সদস্যরা রয়েছে যারা দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার দাবি করে আসছে।
মঙ্গলবার ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন, তাজি ঘাঁটিতে কয়েকটি কাতিউশা রকেট আঘাত হানে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রকেটগুলো কিভাবে ঘাঁটিতে আঘাত হেনেছে সে ব্যাপারে সামরিক বাহিনীর বিবৃতিতে কিছু বলা হয় নি। এ পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
এর আগে গত রবিবার ইরাকের সামরিক বাহিনী জানায়, আল-বালাদ বিমানঘাঁটিতে আটটি কাতিউশা রকেট আঘাত হানে, এতে চারজন আহত হন। বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরে আল-বালাদ ঘাঁটির অবস্থান এবং সেখানে মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার পর ইরান পাল্টা প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এরপর ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় প্রতিদিনই এ ধরনের ছোটখাটো হামলা হচ্ছে।