বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পক্ষ থেকে সাতক্ষীরা সদর উপজেলার নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমানের সাথে শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা তিনটায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মেডিকেল টেকনোলোজিস্ট ও স্বাস্থ্য পরিদর্শক (সহকারী) ফারুক হোসেন, স্বাস্থ্য সহকারী মেহেদী হাসান তপু, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সম্পাদক গ্রাম ডাঃ আব্দুল্লাহ আল মামুন, সাংস্কৃতিক সম্পাদক গ্রাম ডাঃ শফিকুল ইসলাম, সদর উপজেলা সভাপতি গ্রাম ডাঃ আলমগীর হোসেন, সম্পাদক গ্রাম ডাঃ এম এ হাসান, সাংগঠনিক সম্পাদক অনির্বাণ সরকার, দপ্তর সম্পাদক গ্রাম ডাঃ রিপন ঢালী প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, চিকিৎসা সেবা একটি মহৎ পেশা। এটিকে কোন অবস্থাতেই ব্যবসায়ীক রুপে নেওয়া উচিত নয়। তিনি বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্যদের সঠিক রোগ নিরূপন করে চিকিৎসা সেবা প্রদান, এনটিবায়েটিক ব্যবহারে সচেতন হওয়া, অধিকগুরুতর রোগীদেরকে সদর হাসপাতাল অথবা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য আহ্বান করেন। প্রেস বিজ্ঞপ্তি
পূর্ববর্তী পোস্ট