নিজস্ব প্রতিনিধি : সাতÿীরার শ্যামনগরের ভুরুলিয়ায় সংখ্যালঘু পরিচয়ে সরকারি রা¯Íায় ইউড্রেন নির্মাণ বন্ধ করতে ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতÿীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, উপজেলার সিরাজপুর গ্রামের মৃত হানিফ মহাজনের ছেলে ছিদ্দিকুর রহমান।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি ০১নং ভুরুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমি অত্যান্ত সুনামের সাথে এলাকায় দায়িত্ব পালন করে আসছি। সম্প্রতি ইউনিয়নের সিরাজপুর বাজার হতে ছোয়ালিয়া পিচের রা¯Íা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রা¯Íার কাজ সিসি আরআইপির প্রকল্পে এলজিইডির মাধ্যমে চলমান রয়েছে। উক্ত প্রকল্পের মধ্যে ৫টি ইউড্রেন, ২টি কালভার্ট নির্মানের সরকারি বরাদ্দও রয়েছে। ইতিমধ্যে ৪টি ইউড্রেন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। রা¯Íার কাজও প্রায় শেষ। বাকী ১টি ইউড্রেন নির্মাণ করার জন্য এলজিইডি শ্রীফলতলা ও শংকরপুর মৌজায় ১/১ খাস খতিয়ানের আওতাভুক্ত স্থান নির্ধারণ করেছেন। উক্ত স্থানটি একই এলাকার মৃত. কেদার নাথ মন্ডলের ছেলে হিমাংশু মন্ডলের জমির সামনে পড়েছে। কিন্তু হিমাংশু মন্ডল উক্ত স্থানে ইউড্রেনটি নির্মাণ না করার ষড়যন্ত্র শুরু করে। সেখানে ইউড্রেন নির্মাণ করবে সরকার। আমার কোন বিষয় নেই। অথচ উক্ত হিমাংশু মন্ডল আমাকে হয়রানি করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন অভিযোগে তুলে গত ২০/০১/২০২০ তারিখে সংবাদ সম্মেলন করে এবং ১৪৫ ধারায় আদালতে একটি মামলাও দায়ের করে। সেখানে তার ভাড়াটিয়া বাহিনীদেরকে স্বাÿী হিসাবে রেখেছেন। তিনি বলেন, রা¯Íা করছে সরকার, ইউড্রেন নির্মাণ করছে সরকার। অথচ সরকারি কাজে বাধা দিয়ে পূর্ব শত্রæতার জের ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের দোহাই দিয়ে হিমাংশু মন্ডল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অথচ উক্ত হিমাংশু মন্ডল অত্র এলাকার চিহ্নিত হুন্ডি ব্যবসায়ী এবং পাসপোর্টের দালালি করে। এছাড়া সিরাজপুর গ্রামের আব্দুল জলিলের কাছে জমি বিক্রয় করে সে জমি তাকে দখল না দিয়ে নিজ দখলে রেখেছে। এবিষয়ে জলিল আমাকে জানালে আমি শালিস মিমাংসার চেষ্টা করি। যে কারণে হিমাংশু আমার উপর ÿিপ্ত হয়। প্রকৃতপÿে হিমাংশু সংখ্যালঘুর দোহাই দিয়ে অত্র এলাকায় ভ‚মিদস্যুতাসহ নানাবিধ অপকর্ম চালিয়ে যাচ্ছে। প্রকৃত পÿে শুধু মাত্র হিমাংশু ছাড়া এলাকার অন্যান্য হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে সু-সম্পর্ক বজায় রয়েছে আমার। তার সাথে আমার অন্য কোন বিরোধ না থাকলেও সরকারি কাজে বাধা দিয়ে নিজের দায় সে আমার উপর চাপানোর চেষ্টা চালাচ্ছে। এছাড়া তার ভাড়াটিয়া বাহিনী দিয়ে আমাকে বিভিন্ন সময়ে খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি-ধামকি প্রদর্শন করে যাচ্ছে। এমতাবস্থায় তিনি (ছিদ্দিকুর) উক্ত মিথ্যা ভিত্তিহীন অভিযোগকারী সুচতুর হিমাংশুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশিøষ্ট কর্তপÿের আশু হ¯Íÿেপ কামনা করেছেন।
পূর্ববর্তী পোস্ট