ন্যাশনাল ডেস্ক:
খুলনা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) নারায়ণ চন্দ্র চন্দের ছোট ছেলে ও খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অভিজিৎ চন্দ্র চন্দ (৩৫) হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে অভিজিৎকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। তবে কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন তা জানা যায়নি।
হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. সালেক মাহমুদ দৈনিক আমাদের সময়কে বলেন, হারপিক খাওয়ার কারণে তার হৃৎস্পন্দন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত নয়।
এর আগে এমপি নারায়ণ চন্দ্রের মেয়ে জয়ন্তী রানী চন্দ্র ওরফে বেবি বিষপানে আত্মহত্যা করেন। এ ছাড়া এমপির ভাগনের ছেলে শুভ নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। তবে এসব মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।