আশাশুনি প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ আশাশুনিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্কুল জীবনের বন্ধুদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তিনি বলেন, দুb©xতি সমাজ থেকে কমিয়ে আনতে না পারলে আমরা উন্নত রাষ্ট্রে পৌছাতে পারবো না। দুর্নীতির ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। তাই কোন প্রকার দুর্নীতি বরদাস্ত করা হবেনা। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে। নৈতিক চরিত্র গঠন করতে হলে প্রথমে প্রত্যেক স্কুল, কলেজ ও মাদ্রাসায় সততা স্টোর গড়ে তুলতে হবে। এ দেশকে উন্নয়নের শিখরে নিতে যেতে হলে আমাদের ছেলে-মেয়েদের লেখা-পড়ার সাথে সাথে নৈতিকতার শিক্ষায় শিক্ষিত করে দেশের সেবায় বিলিয়ে দিতে হবে। এসময় তিনি আশাশুনির উন্নয়ন ও সম্ভাবনার খোজ খবর নেন। মতবিনিময়ের আগে তিনি আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ পরিদর্শন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এসময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দীন আহম্মেদ প্রমূখ।
সর্বশেষ দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ তার সহধর্মীনিকে সঙ্গে নিয়ে আশাশুনি মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক পরিদর্শন করেন।