নিজস্ব প্রতিনিধি : নিরাপদ, মানসম্মত পন্য ও সেবা নায্য মূল্যে নাগরিকদের প্রদানের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারী রোববার সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা নিউমার্কেটস্থ শহীদ আলাউদ্দীন চত্বরে ক্যাব সাতক্ষীরা জেলা আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব সাতক্ষীরার সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী। ক্যাব সাতক্ষীরার সাধারণ সম্পাদক শিক্ষক শম্পা গোস্বামীর স্বাগত বক্তব্যের মাধ্যমে মানববন্ধনের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। এ সময় সাতক্ষীরার নাগরিকদের সেবার মান ও বাজার পন্যের মাননিয়ে নাগরিকদের ভোগান্তির বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সনাক সাতক্ষীরার সাবেক সভাপতি ও বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আনিসুর রহিম, প্রথম আলোর স্টাফ রিপোটার কল্যাণ ব্যাণার্জি, জাসদ জেলা কমিটির নারী বিষয়ক সম্পাদক পাপিয়া আহমেদ, সাবেক ছাত্রনেতা কাজী আক্তার হোসেন, জাসদ নেতা আমির খান চৌধুরী, ক্যাবের সাংগঠনিক সম্পাদক রওনক বাশার, সনাক ইয়েস কমিটির টিম লিডার রোখসানা বিউটি, প্রথম আলোবন্ধু সভার আহ্বায়ক জাহিদা জাহান মৌ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ক্যাব সাতক্ষীরার সহ-সভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাশ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদ মমতাজ আহমেদ বাপ্পি । সভায় বক্তাগন বলেন, রাস্ট্রকে প্রত্যেক নাগরিক ট্যাক্স প্রদান করে থাকে কিন্তু একজন নাগরিক হিসেবে যে সেবা রাষ্ট্রের কাজ থেকে পাওয়া থেকে সবাই প্রায়শ: বঞ্চিত হচ্ছে। বিশেষ করে বাজার ব্যবস্থায় আজ চরম অবস্থাপনা বিদ্যমান। আভ্যন্তরিন পরিবহন চরম নৈরাজ্যকর অবস্থা। সাতক্ষীরা পৌরসভা থেকে যে পানি সরবরাহ করা হয়, সাতক্ষীরা শহরে যে প্যাকেটজাত পানি বিক্রিকরা হয়, তার কোনটিও নিরাপদ ও মানবদেহের জন্যগ্রহণ যোগ্য কিনা সে বিষয়ে নাগরিকদের প্রশ্ন রয়েছে।’কাচা পন্য বিশেষ করে মাছ, মাংশ নিরাপদ ও সঠিক ওজনে পাওয়া বিষয়ে নাগরিকদের পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযোগ উত্থাপিত হয়ে থাকে। ব্যাঙের ছাতার মত সাতক্ষীরাতে ছড়িয়েছিটিয়ে গড়ে উঠছে ক্লিনিক, প্যাথলজির প্রতিষ্ঠান যেখানে মানুষের বড়ম্বনার শিকার হচ্ছে। সাধারন মানুষের কষ্টার্জিত অর্থ লুটে নেওয়া হচ্ছে। অতচ এগুলো দেখার বিষয় প্রশাসনের উদ্যোগ সাধারণ মানুষকে আশ্বস্ত করতে পারছে না।
পূর্ববর্তী পোস্ট