আশাশুনি ব্যুরো: আশাশুনিতে ৮ দলীয় নক আউট এপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম দিনে আশাশুনির সবদলপুর তাজমহল যুব সংঘ ও পারুলিয়া যুব সংঘের মধ্যকার খেলার মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। জেলা পরিষদ সদস্য, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ আবদুস সালাম, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আশাশুনি রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু। এসময় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম আল-ফারুক, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, এসআই হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। ১ম খেলায় পারুলিয়া ক্রিকেট একাদশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে সবকয়টি উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে। জবাবে সব্দালপুর তাজমহল যুব সংঘ ক্রিকেট একাদশ ১৫ ওভার ১ বলে সবকয়টি উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে। ফলে সবদলপুর ৭ রানে পরাজিত করে পারুলিয়া যুবসংঘ জয়লাভ করে। উক্ত খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন দীপন কুমার মন্ডল ও কামরুজ্জামান শাকিল। যৌথভাবে ধারাবর্ষে ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আসাদুজ্জামান আসাদ, মোঃ সিরাজুল ইসলাম, বিপ্লব।
পূর্ববর্তী পোস্ট