নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা সদর হাসপাতালে দর্শনার্থী নিয়ন্ত্রণে ইনডোর বিভাগের গেটে মেটাল ডিটেক্টর সিকিউরিটি আর্চওয়ে গেট এবং হাসপাতালে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে ইমারজেন্সি বিভাগে ইসিজির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকালে সদর হাসপাতাল কোয়ালিটি ইপ্রুভমেন্ট কমিটির বাস্তবায়নে মেটাল ডিটেক্টর সিকিউরিটি আর্চওয়ে গেট এবং ইমারজেন্সি বিভাগে ইসিজি উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ও হাসপাতাল তত্বাবধায়ক ডা. শাফায়াত হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সদর হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার জাহাঙ্গীর হোসেন, মেডিকেল অফিসার ও কোয়ালিটি ইমপ্রুভমেন্ট কমিটি অফিসার সাইফুল্লাহ আল কাফিসহ ডাক্তার-কর্মকর্তা-কর্মচারীরা।
পরে হাসপাতালের দোতলায় মহিলাদের নামাজের জায়গার উদ্বোধন করা হয়।
এসময় সিভিল সার্জন ডা. সাফায়াত হোসেন বলেন, সদর হাসপাতালের সেবা বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এখন থেকে ২৪ ঘন্টা ইমারজেন্সি বিভাগে ইসিজি সেবা পাওয়া যাবে। ইনডোরে রোগীদের সেবা বাড়াতে ও ভিজিটর নিয়ন্ত্রণ করতে মেটাল ডিটেক্টর গেট স্থাপন করা হয়েছে এবং ভিজিটর কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট