আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের ১৩৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে তুরস্ক। বুধবার ইস্তাম্বুল থেকে অবৈধ এ অভিবাসীদের আটক করা হয়েছে বলে দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়, অবৈধ অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার ইস্তাম্বুলে অভিযান পরিচালনা করে তুর্কি পুলিশ। সেই অভিযান থেকে পাকিস্তান ও বাংলাদেশের ১৩৫ জনকে আটক করা হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে।
আটককৃতদের আইনি প্রক্রিয়ার জন্য প্রাদেশিক অভিবাসন দফতরে পাঠানো হয়েছে বলে আনাদোলুর খবরে বলা হয়েছে।
সংবাদমাধ্যমটি জানায়, ২০১৯ সালে রেকর্ড সংখ্যক চার লাখ ৫৪ হাজার ৬৬২ অবৈধ অভিবাসী বা অভিবাসন প্রত্যাশীকে আটক করে তুরস্ক। এদের মধ্যে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময়ই প্রায় ৬০ হাজার মানুষকে আটক করা হয় ।
শুধু গত এক সপ্তাহে অন্তত এক হাজার ৬০০ অবৈধ অভিবাসীকে আটক করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী।