ভিন্ন রকম খবর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টাঙানো একটি ব্যানারে ব্যবহার করা হয়েছে মুক্তিযুদ্ধে শহীদ সাত বীরশ্রেষ্ঠর ছবি! এতে ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ’ লেখা থাকলেও তারা এটি টাঙানোর কথা অস্বীকার করছে। এমন ভুল থাকার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হচ্ছে। ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সেই ব্যানারটির ছবি।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান বলেন, পুলিশের পক্ষ থেকে ওই ব্যানার তৈরি করা বা টাঙানো হয়নি। কারা কোন উদ্দেশ্যে ব্যানারটি লাগিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। নজরে আসার পরপরই সেটি সরিয়ে ফেলা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ শীর্ষক ব্যানারটির দুই স্থানে ডিএমপির লোগো ব্যবহার করা হয়েছে। বীরশ্রেষ্ঠদের ছবি পরপর বসিয়ে নিচে লেখা- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। এরপর ঢাকা মহানগর পুলিশ লেখা থাকায় সবাই ধরে নেয়, ব্যানারটি পুলিশের।
পুলিশ আনুষ্ঠানিকভাবে অস্বীকার করলেও দায়িত্বশীল সূত্র জানায়, ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয় পুলিশ। তারাই ওই ব্যানার তৈরি করে রাজধানীর রমনা এলাকায় লাগিয়েছিল। তবে একজন পুলিশ কর্মকর্তাকে দেখিয়ে ব্যানারটি চূড়ান্ত করার কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা করেনি। এর ফলেই এমন ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে ব্যানারটি লাগানোর পরপরই ভুলটি অনেকের নজরে আসে। তখনই ব্যানারটি সরিয়ে ফেলা হয়। এ ঘটনায় কার কার দায়িত্ব পালনে অবহেলা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে ব্যানারের ছবিসহ অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে নানারকম সমালোচনা করেছেন। ফেরদৌস আরা রুমি নামে এক সংস্কৃতিকর্মী লিখেছেন- ‘আসেন নতুন করে ইতিহাস পড়ি…।’ তার পোস্টে ইলা মিত্র নামে একজন মন্তব্য করেছেন- ‘পোস্টার তো পুলিশ ছাপায় নাই। ওদের কী দোষ?