আবু ছালেক: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলার উদ্দেশ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গোপন ব্যালটের মাধ্যমে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন-২০২০ সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ বিরাজ করতে দেখা যায়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতিনিধি নির্বাচন করতে ভোট প্রয়োগের পাশাপাশি নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনসহ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ অফিসার ও নিরাপত্তায় আনসার সদস্য হিসেবে শিক্ষার্থীরাই দায়িত্ব পালন করে। সাতটি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা স্বাস্থ্য, বন ও পরিবেশ বিষয়ক, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আপ্যায়নসহ সাতটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট বিদ্যালয়ে ৩য়-৫ম শ্রেণির সকল শিক্ষার্থী এ নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেছে। ঘূরে দেখাগেছে, জাতীয় নির্বাচনের মতোই নির্বাচন উপলক্ষ্যে টাঙানো হয়েছে প্রার্থীদের পোস্টার। এছাড়াও ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোট কেন্দ্র স্থাপন সহ সবধরনের ব্যবস্থা ছিল এ নির্বাচনে। স্ব-স্ব বিদ্যালয়ের নির্বাচনে সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষকরা। সবশেষে দুপুর ১টার পরে ভোট গননা শেষে নির্বাচনে বিজয়ীদের কর্মী ও সমর্থকদের নিয়ে আনন্দ করতে দেখা যায়। ২৪ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টার সময় গাভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস ফিরোজা বেগম সাংবাদিক মো: আবু ছালেকের সাথে এক সৌজন্য সাক্ষাতে বলেন বিগত বছরের তুলনায় এ বছর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে, আনন্দ ঘন পরিবেশে,সুষ্ঠু শান্তি পুর্ন ভাবে গাভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন শেষ হয়েছে।
Attachments area