নিজস্ব প্রতিনিধি: ব্যবসায়ী এবং ইঞ্জিনিয়রদের সাথে মীর সিমেন্ট লি.কর্তৃপক্ষ এবং মেসার্স আল-আমিন এজেন্সি এর যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা ও প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সাতক্ষীরা শহরের মেহরুন প্লাজার ৩য় তলায় দি গ্রান্ড সুলতান রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে মীর সিমেন্ট লি. এর সাতক্ষীরা জেলা পরিবেশক ও আল-আমিন এজেন্সির সত্বাধিকারী আলহাজ্ব আবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলার ব্যবসায়ী এবং ইঞ্জিনিয়রদের সাথে মীর সিমেন্ট লি.কর্তৃপক্ষ এবং মেসার্স আল-আমিন এজেন্সি এর যৌথ উদ্যোগে এ মিলন মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মীর সিমেন্ট লি. এর চীপ মার্কেটিং অফিসার মো. মশিউর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সততা ও উত্তম সেবার অঙ্গিকার নিয়ে এক যুগের ও বেশি সময় ধরে সুনামের সাথে মীর সিমেন্ট লি. ব্যবসা পরিচালনা করে আসছে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্র সরকার, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, মীর সিমেন্ট লি. এর টেকনিক্যাল ম্যানেজার রফিক-উল-মুহিত, আল-আরাফা ইসলামী ব্যাংক সাতক্ষীরা জেলা শাখার ম্যানেজার মাছরুর রহমান, এসিস্ট্যান্ট ম্যানেজার আফ্রিদী।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকের ম্যানেজার আবু বকর, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এ আর এম মোবাশ্বেরুল হক জ্যোতি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মীর সিমেন্ট লি. এর এরিয়া ম্যানেজার নাজমুল হাসান।
২৫.০২.২০২০