আশাশুনি ব্যুরো : আশাশুনি সদর ইউনিয়নের জেলেখালিতে রাস্তায় ইটের সোলিং বসানো কাজের উদ্বোধন করা হয়েছে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় আট টন চাউল মূল্যে বৃহস্পতিবার বিকালে আশাশুনি দক্ষিণ পাড়া শ্মশান ঘাট থেকে কাজল মন্ডল এর বাড়ি গামি রাস্তায় ইটের সোলিং বাসানোর কাজের শুভ উদ্বোধন করেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা ০৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হকের একান্ত প্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল। রাস্তায় ইটের সোলিং এর উদ্বোধন শেষে আশাশুনির দক্ষিণপাড়া শ্মশানঘাট এলাকায় স্ট্রীটলাইট বসানোর কাজের উদ্বোধন করেন তিনি। ভিন্ন ভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরুণ চক্রবর্তী, আশাশুনি সদর ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মো: সামছুল আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সমীরণ বিশ্বাস, উপজেলা তরুণ লীগ সভাপতি রবিউল ইসলাম রবি, আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন, আ’লীগ নেতা আরিফুল ইসলাম, কালাম সরদার, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, বাবুল ও উজ্জ্বল প্রমুখ। উদ্বোধন শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল বলেন, পিছিয়ে পড়া ভাঙ্গনকবলিত এই এলাকায় নানা ছোঁয়া পেতে শুরু করেছে। আশা করি খুব তাড়াতাড়ি এলাকার রাস্তাঘাটসহ সামাজিক অবকাঠামোর পরিবর্তন হবে।
পূর্ববর্তী পোস্ট