খেলার খবর: প্রথম লেগে ক্যাম্প ন্যুতে একের পর এক আক্রমণ করেও গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদ। তবে এল ক্লাসিকোয় চলতি মৌসুমে রিয়াল ফেবারিট সেটা প্রমাণ করে এসেছিল। দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে আক্রমণ তুলে বার্সাকে ত্রস্ত করে রাখে লস ব্লাঙ্কোসরা। কিন্তু গোল মুখে থামছিল আক্রমণগুলো।
ম্যাচের ৭১ মিনিটে ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র মেলালেন ধাঁধাঁ। তার গোলে প্রথম লিড নেয় রিয়াল। এরপর যোগ করা সময়ে মৌসুম জুড়ে বেঞ্চ গরম করা মারিয়ানো দিয়াজ গোল করে রিয়ালকে ২-০ গোলের জয় এনে দেন। দুই তরুণের ওই গোলে এল ক্লাসিকো জিতে লিগ টেবিলের রাজত্ব ফিরে পেল রিয়াল।
ঘরের মাঠে লিগে আগের চার এল ক্লাসিকোয় হেরেছে রিয়াল। এবার তাই জিদানের ওপর বার্নাব্যুতে দলকে জয় এনে দেওয়ার চাপ ছিল। তার দল অবশ্য সর্বশেষ ক’ম্যাচে ভালো শুরু করেও শেষ সময়ে গোল খেয়ে পয়েন্ট হারিয়েছে। কিন্তু ক্লাসিকো ম্যাচে শেষ সময়েই ম্যাচের নিয়ন্ত্রণ নিল রিয়াল।
প্রথমে জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের বাড়ানো অসাধারণ এক বল ধরে বার্সা গোলরক্ষক মার্ক টের স্টেগানকে পরাস্ত করেন ব্রাজিল তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়াস। যোগ করা সময়ে দানি কারভাহাল গোল করান মারিয়ানোকে দিয়ে। জয়ের হিসেবে রিয়াল উঠল বার্সার সমানে। এর আগে বিশ্বের সেরা প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এই লড়াইয়ে বার্সা জয়ের হিসেবে রিয়ালের চেয়ে এক ম্যাচ এগিয়ে ছিল।
এছাড়া রিয়াল মাদ্রিদ সাত ম্যাচ পরে এল ক্লাসিকোয় পেল জয়। দলকে জিতিয়ে ভিনিসিয়াস গড়েছেন দারুণ এক রেকর্ড। ২১ শতকের সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে এল ক্লাসিকোয় গোল করেছেন তিনি। ভেঙেছেন মেসির রেকর্ড। ভিনি ১৯ বছর ২৩৩ দিনে ক্লাসিকো ম্যাচে জালে বল পাঠালেন। মেসি ২০০৭ সালে ১৯ বছর ২৫৯ দিনে গড়েছিলেন এই কীর্তি।