যশোর প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু ও তার পরিবার যশোর সদর উপজেলার পুলেরহাট বাজারে ট্রাক শ্রমিকদের হাতে মারপিটের শিকার হয়েছেন। এ ঘটনায় মঙ্গরবার গভীর রাতে কোতয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। এতে আসামি করা হয়েছে, যশোর সদর উপজেলার তফসী ডাঙ্গা গ্রামের গোলাম খোড়ার ছেলে বাবুল হোসেন ও তার ছেলে সাম্বুসহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে।
মামলার অভিযোগে আমিনুর রহমান বলেন, তিনি ও তার স্ত্রী তাসলিমা, শিশু ছেলে সৈয়দ জুনায়েদ হুসাইন ও প্রাইভেটকার চালক ইসমাইল মোল্যা মঙ্গলবার রাতে যশোর শহরের দিকে ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে আসছিলেন। রাত ৮টায় যশোর বেনাপোল সড়কের নতুন হাট পাবলিক কলেজের সামনে বাম পাশ দিয়ে একটি ট্রাক ওভার টেকিং করার সময় প্রাইভেটকার চালক ও তার সঙ্গে তর্ক বিতর্ক হয়। রাত সাড়ে ৮টায় প্রাইভেটকারটি পুলের হাট বাজারে পৌঁছালে দুজন ট্রাক শ্রমিকসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা ৮/১০জন তাদের প্রাইভেটকারের গতিরোধ করে। পরে তারা চালক ইসমাইল মোল্লা, স্ত্রী তাসলিমা ও সৈয়দ আমিনুর রহমান বাবুর উপর হামলা করে। এ সময় গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে পুলিশ এলে আসামিরা দ্রুত পালিয়ে যায়।