আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস ঠেকাতে বাংলাদেশসহ গোটা বিশ্বের জন্য ভিসা স্থগিত করেছে শ্রীলংকাও। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আর কাউকে ভিসা দেয়া হবে না বলে জানানো হয়েছে।
এর আগে ভারতও পর্যটকসহ অন্য ক্যাটাগরির ভিসা দেয়া বন্ধ রেখেছে। তবে শ্রীলংকায় এ তালিকায় নেই সিঙ্গাপুর ও মালদ্বীপ।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বুধবার শ্রীলংকা সরকার বিদেশিদের ভিসা বন্ধের ওই সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার তা দূতাবাসের মাধ্যমে সবাইকে জানিয়ে দেয়া হয়েছে।
এর আগে গত বুধবার সব ধরনের পর্যটক ভিসা স্থগিত করে প্রতিবেশী দেশ ভারত। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কূটনৈতিক, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রজেক্ট ভিসা ছাড়া বিদ্যমান সব ধরনের ভিসা স্থগিত করেছে দেশটির সরকার।
এ ছাড়া করোনাভাইরাস রোগী পাওয়ার পর মালদ্বীপের সিভিল এভিয়েশন বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
আগামী ২৪ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানিয়েছে সে দেশে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।