ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় উত্তর কোরিয়ার সীমান্তবর্তী এলাকায় সেনা পাঠাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
স্থানীয় সময় বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিও থেকে এমন আভাস পাওয়া গেছে।
আমেরিকা যেকোনো সময় উত্তর কোরিয়ার উপর হামলা চালাতে পারে। আর সেই ভয়েই আগেভাগে প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভয় পাচ্ছেন, হামলা হলে উত্তর কোরিয়া থেকে প্রচুর শরণার্থী ঢুকবে রাশিয়ায়।
উত্তর কোরিয়ার সীমান্তে চীন অন্তত দেড় লাখ সেনা মোতায়েন করেছে বলে জানা গেছে। আর তারপরই এমন সিদ্ধান্ত নিয়েছেন পুতিন।
ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার ১১ মাইল দীর্ঘ সীমান্তের দিকে প্রচুর অস্ত্র ও সেনা পাঠাচ্ছে রাশিয়া। তিনটি ট্রেনের মধ্যে একটি ট্রেন বোঝাই অস্ত্রে। এছাড়া মিলিটারি হেলিকপ্টারও রওনা হয়েছে সীমান্তের দিকে। স্থানীয় বাসিন্দাদের এই দৃশ্য চোখে পড়েছে।
তবে এই সেনাবাহিনী মোতায়েনের কারণ স্পষ্ট করেনি রাশিয়া। কোরিয়ার পরিস্থিতির জন্যই এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।
প্রিমা মিডিয়া ডটআরইউ নামের একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সামরিক সরঞ্জামবাহী ট্রেনগুলোকে খাবারোভস্ক হয়ে উত্তর কোরিয়ার সীমান্তবর্তী প্রিমরস্কি এলাকার দিকে যেতে দেখেছেন স্থানীয় লোকজন।