ভিন্ন স্বাদের খবর: প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে ভারতে বিশাল ‘গোমূত্র পার্টি’র আয়োজন করেছে হিন্দু মহাসভা।
দিল্লিতে যাতে করোনার প্রকোপ ব্যাপক হারে ছড়িয়ে না পড়ে, সে জন্য ‘গোমূত্র পার্টি’র আয়োজনের ঘোষণা দিয়েছিল হিন্দু মহাসভা সভাপতি চক্রপানি মহারাজ।
শনিবার দিল্লিতে দলের সদর দফতরে ‘গোমূত্র পার্টি’র অনুষ্ঠিত হয়। পার্টিতে ২শ’ মানুষ যোগ দিয়েছে এবং আয়োজকরা ভারতের অন্যান্য জায়গাতেও এমন পার্টি আয়োজন করবেন বলে জানিয়েছেন।
পার্টিতে যোগ দেয়া একজন বলেন, আমরা ২১ বছর ধরে গোমূত্র পান করে আসছি। আমরা গোবর দিয়ে স্নানও করি। আমরা কখনোই ওষুধ সেবনের প্রয়োজন বোধ করিনি।
বিশেষজ্ঞরা বরাবরই বলে এসেছেন, গরুর মূত্রে ক্যান্সারের মতো কঠিন অসুখ সারে না এবং করোনাভাইরাসও এতে সারার কোনো প্রমাণ নেই। কিন্তু অনেক হিন্দুই বিশ্বাস করেন গরুর মূত্র পবিত্র এবং তা পান করলে দাওয়াই হিসাবে কাজ করে।