প্রেস বিজ্ঞপ্তি : মুজিববর্ষ ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে পৌর ৭ নং ওয়ার্ড আ.লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সন্ধ্যায় সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নং ওয়ার্ড আ.লীগ নেতা মিজানুর রহমানের পরিচালনায় ও পৌর ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাহাদাত হোসেন। বক্তব্য দেন পৌর ৭ নং ওয়ার্ড আ.লীগের সহ সভাপতি রুহুল কুদ্দুস, সাধারন সম্পাদক রেজাউল ইসলাম, যুবলীগ নেতা ফজলু ঢালী, পৌর তাঁতীলীগের সভাপতি সাংবাদিক মেহেদীআলী সুজয়, সাধারন সম্পাদক শেখ ফিরোজ হোসেন, ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি আশরাফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা সংক্ষিপ্ত আকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত আলোচনা করা হয়। সভা শেষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সড়ক ও জনপথ জামে মসজিদের খতিব মাও. রফিকুল ইসলাম। এছাড়া বাদ যোহর একযোগে ৭ নং ওয়ার্ডের ১৯ টি মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করাসহ বাদ মাগরীব দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠান, রাত ৮ টায় দলীয় কার্যালয়ের সামনে আতশবাজি প্রদর্শণসহ রাত ৯ টায় সড়ক ও জনপথ জামে মসজিদ, ইটাগাছা বায়তুল মাহমুদ জামে মসজিদ ও বায়তুল হুদা জামে মসজিদের এতিমখানার ছাত্রদের মধ্যে উন্নত খাবার পরিবেশন করা হয়।
পূর্ববর্তী পোস্ট