আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মির্জাপুরে দীর্ঘ ৪৫ বছরের ভোগ দখলীয় পৈত্রিক ও রেকডিও সম্পত্তি জবর দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। মির্জাপুর গ্রামের মৃত মহতাব সানার পুত্র নওশের আলী সানা (৬৫) জানান, মির্জপুর মৌজার ২১ খতিয়ানের এসএ ১৮ ও ১৯ দাগের ১৬ শতক পৈত্রিক ও রেকডিও সম্পত্তি যেটা দীর্ঘ ৪৫ বছর তিনি ভোগ দখল করে আসছেন। সম্প্রতি মির্জাপুর গ্রামের মৃত হক সানার ছেলে আবুল কালাম সানা, মৃত ইছহাক সানার ছেলে রুহুল সানা, মৃত আনজু সানার ছেলে শহিদুল সানা ও ওহাব সানা, মৃত আনছার সানার ছেলে আমজেদ সানাগং মিলে আমার পরিবারকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। তারা বিভিন্ন সময় আমার সম্পত্তি জবর দখল করতে আসলে বাধা দিলে আমাদেরকে প্রাণ নাশের হুমকি দেয়। তাদের উল্লেখিত সম্পত্তির কোন কাগজপত্র না থাকার সত্বেও জনৈক প্রভাবশালী এক জনপ্রতিনিধির ইন্ধনে তারা লাঠিয়াল বাহিনির জোরে আমার সম্পত্তি জবর দখলের পায়তারা করে আসছে। আমি এবং আমরা এসএ, আরএস রেকর্ডের মালিক হওয়ার সত্বেও দূর্বল এবং জনৈক প্রভাবশালী জনপ্রতিনিধির ইন্ধনের কারনে উল্লেখিত, লাঠিয়াল বাহিনির হাত থেকে আমাদের সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ হচ্ছি। এমতাবস্থায় অভিযোগকারীর পৈত্রিক ও রেকডিও সম্পত্তি রক্ষায় প্রশাসনের যথাযথ উর্দ্ধতন কর্তৃ পক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
পূর্ববর্তী পোস্ট