দেশের খবর: করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে দেশের বিভিন্ন আদালতের ৩০ বিচারককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
অস্ট্রেলিয়ায় দুই সপ্তাহের প্রশিক্ষণ শেষে ১৫ মার্চ তারা দেশে ফেরেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ওই দিন দেশে ফেরার পর থেকেই তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, দেশের নিম্ন আদালতের ৩০ বিচারক গত ২৯ ফেব্রুয়ারি বিচার বিভাগীয় উচ্চতর প্রশিক্ষণ নিতে অস্ট্রেলিয়ার সিডনি যান। সেখান থেকে ১৫ মার্চ রাতে তারা দেশে ফিরে আসেন।