এসএম বাচ্চু,তালা: রক্তচোখের আগুন মেখে ঝলসে-যাওয়া আমার বছরগুলো, আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি, কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি! আমার হাতেই নিলাম আমার নির্ভতার চাবি, তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো কবিতার প্রখ্যাত কবি ও সম্পাদক সিকান্দার আবু জাফরের ১০১ তম জন্ম বার্ষিকী তালায় যথা যোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রসাশন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে তালা উপজেলা পরিষদ হলরুমে ১০১তম জন্ম বার্ষিক পালনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
আলোচনা সভায় জেলা প্রশাসক(অতিরিক্ত) মো: বদিউজ্জামানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীর-১ আসনের সংসদ সদস্য এ্যাড মুস্তফা লুৎফুল্লাহ ।
জেলা শিল্পকলা একাডেমির সচিব শেখ মোশফিকুর রহমান মিলচনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি পরিবারের সদস্য,সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত,উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন,তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল,মহিলা ভাইচ চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী,কবি পরিবারের সদস্য সৈয়দ জুনায়েদ আকবর,বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ।
পূর্ববর্তী পোস্ট