বিদেশের খবর: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে একদিনেই মারা গেছে ৩ জন। মুম্বাই, বিহার এবং গুজরাট থেকে এই তিন মৃত্যুর সংবাদ এসেছে।
দেশটির সর্বাধিক করোনা আক্রান্ত রাজ্য হলো মহারাষ্ট্র। এই রাজ্যে সর্বমোট ৭৪ জন আক্রান্ত হয়েছেন।
রোববার বিহারে মারা গেছেন ৩৮ বছর বয়স্ক এক যুবক। সম্প্রতি তিনি কাতার থেকে এসেছিলেন। তার দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানায় পাটনার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স।
বিহারে এটি প্রথম করোনায় আক্রান্তের ঘটনা। মারা যাওয়া ওই যুবক সম্ভব দেশের কনিষ্ঠতম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি।
এনডিটিভি বলছে, সকালে মহারাষ্ট্রের মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৬৩ বছর বয়স্ক এক বৃদ্ধ। তার আগে থেকে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছিল। করোনায় আক্রান্ত হয়ে তিনি শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছেন।
এ নিয়ে মুম্বাইয়ে করোনায় আক্রান্ত হয়ে দুজন মারা গেলেন। ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আরো ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের সুরাটে একটি হাসপাতালে ৬৯ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। ওই রাজ্যে এখন পযন্ত ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এখন এপর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৬০ জন।