আসাদুজ্জামান : সাতক্ষীরায় “জলবায়ু পরিবর্তন মোকাবেলায় খরাপ্রবন ও উপকুলীয় লবনাক্ত এলাকার জন্য টেকসই ফসল ব্যবস্থাপনার উদ্ভাবন” শীর্ষক প্রকল্পের আওতায় বিএআরআই উদ্ভাবিত বিভিন্ন ফসলের আধুনিক চাষাবাদ কলাকৌশলের উপর এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউটের আয়োজনে শনিবার দুপুরে সাতক্ষীরার বিনেরপোতাস্থ কৃষি গবেষনা কেন্দ্রে উক্ত প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
বিনোরপোতা কৃষি গবেষনা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো; আতিকুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়দেবপুর কৃষিগবেষনা ইনিষ্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. অপূর্ব কান্তি চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিনোরপোতা কৃষি গবেষনা কেন্দ্রে বারির বৈজ্ঞানিক কর্মকর্তা অলি আহমেদ ফকির, বৈজ্ঞানিক সহকারী মশিউর রহমান, মতিয়ার রহমান, সৈয়দ রফিকুল ইসলাম প্রমুখ। উক্ত মাঠ দিবসে সাতক্ষীরার লবনাক্ত এলাকার শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
কৃষি গবেষকরা এ সময়, উপকুলীয় লবনাক্ত এলাকায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বারি উদ্ভাবিত ধান, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখীসহ বিভিন্ন ফসলের উন্নত চাষাবাদ ও কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।