প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেনের উদ্যোগে দৃষ্টিপ্রতিবন্ধী-দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও প্রসাধনী বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের ২৮ মার্চ বিকাল ৫ টায় নারকেলতলাস্থ কস্তুরী হোটেল এর সামনে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাউল, ৫০০ গ্রাম ডাউল, ১ কেজি লবণ ও ২টি করে স্যাভলন সাবান।
এ সময় তিনি বলেন, করোনা প্রতিরোধে সচেতনার বিকল্প নেই। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়া। নিরাপদ দূরত্ব বজায় রাখাসহ ঘন ঘন দুই হাতে সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড যাবত পরিস্কার করা। হাঁচি, কাশির সময়ে টিস্যু অথবা কাপড় দিয়ে বা বাহুর ভাঁজে নাক মুখ ঢেকে ফেলুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ময়লার পাত্রে ফেলুন ও হাত পরিস্কার করুন। হ্যান্ড সেক কোলাকুলি থেকে বিরত থাকুন। জন বহুল স্থানে বা গণ পরিবহনে মুখে মাস্ক ব্যবহার করুন। রান্নার আগে খাবার ভালো করে ধুয়ে নিন এবং সিদ্ধ করুন। ময়লা কাপড় বেশিদিন জমিয়ে রাখবেন না। দ্রুত ধুয়ে ফেলুন। বিশেষ করে সমাজের স্বল্প আয়ের মানুষদের জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।