আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে সম্প্রতি করোণা সংকট মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দফাদার, গ্রাম পুলিশ ও সিপিপি সদস্যরা। প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন বাজার প্রদক্ষিণের অংশ হিসাবে শুক্রবার বিকাল পাঁচটায় ক্লান্ত শরীরে পাইথালী বাজারে উপস্থিত হয়ে দফাদার আব্দুর রহিম, গ্ৰাম পুলিশ খলিলুর রহমান, কামালউদ্দিন ঢালী, নাজমুল হুদা, আবু সাঈদ, আব্দুল আলিম, বুলবুল আহমেদ, বাবুল আক্তার, আব্দুল মজিদ প্রতিবেদককে জানান, আমরা আমাদের সাধ্যমত মানুষকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। ঘাতক ভাইরাস করোনা যে কত ভয়াবহ সেটা অনেকে বুঝেও না বোঝার ভান করছে। প্রশাসনের পাশাপাশি আমরাও করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছি। আমরা পাড়া-মহল্লা ও বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে এটাই বোঝানোর চেষ্টা করছি করোণা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে গেলে আমাদের সকলকে ঘরে থাকতে হবে। সিপিপি সদস্য আব্দুল আলীম জানান, আমরা বুঝি খেটে খাওয়া মানুষের যে কি সমস্যা। আমার নিজের মেমোরি কার্ড লোডের একটা দোকান ছিল সেটি বন্ধ করে দিয়ে আজ আমি মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছি। এমতাবস্থায় আমাদের বাঁচতে হলে এক বেলা খেয়েও ঘরে পড়ে থাকতে হবে। নবজীবন পলিটেকনিকের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র সাতক্ষীরা জেলা বিএনসিসির ডেপুটি কমান্ডার ও সিপিপি সদস্য ইমরান হোসেন জানান, নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে আমরা মানুষকে বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু তারা কিছুতেই বুঝতে চায় না। মানুষকে ঘরে ফিরিয়ে দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে তবুও করে যাচ্ছি, করে যাব এ যুদ্ধে জয় লাভ করে তবেই ঘরে ফিরব ইনশাআল্লাহ।
পূর্ববর্তী পোস্ট